এমন হাসি লোক সমাজে,
হাঁসতে আমি আর দেখিনি।
আজকের এমন হাসিটা আর,
আগের মত ভাল্লাগে  নি।
কি বলিব এই হাসিকে,
ভাষায় খুজে পাইনি তো আজ।
খুব বিরক্তি লাগছে এখন,
করব কেমনে বর্ননা আজ।
এমন করে হাঁসতে আমি,
আর কোনদিন দেখিনি হায়,
সারা দুনিয়ার যত সব ভাষা,
এই হাসিটার অর্থ না পাই।


তোমার কেমন লেগেছিল,
হাসির পরে জানি না  তা।
আমার তবে শুনার পরে,
পুরাই এখন গরম মাথা।


এমন হাসি আর হেসো না,
শুনলে লোকে মন্দ বলে।
অট্রহাসির রং ছড়াবে।
কথার মালা  গাঁথবে গলে।


এই হাসিটা এতই খারাপ,
আমার কাছে মনে হলো।
বাধ্য হয়ে ছন্দ গুলো,
অনিচ্ছা তেই লিখতে হলো।


আর কখনো এমন করে,
হাসির যদি ইচ্ছে করে।
বলছি হাসেন  নাই ক্ষতি মোর,
আমার হতে একটু দূরে।


এই কথাটা মনের কথা,
হাসির ছলে না উড়িয়ে।
সংযত হও নিজের প্রতি,
আচার হতে নাও মুড়িয়ে