ভালবাসা  আজি ভাসা ভাসা,
প্রিয় দুরে যায় কেন?
ভিতরে কি ছিল হারে হারে সে
বুঝে গেছে আজ যেন।
কত যে বলিত চাইনা কিছুই


চায় তব প্রেম  যত।
দুকূল ভাসায়ে  নদী বয় আজই,
হাসি মুখ হলো গত।
হে প্রিয়া তোমায় করেছি বারণ,
আমারে ভেসোনা ভালো।
বলেছি পাষানে হৃদয় বেধেছো
জ্বলবেনা তব আলো।
কাটার কাননে ফুল ফুটে নাকো,
ছিলনা তোমার জানা।
সৃত্মিভ্রম হয়ে চেতনা বিহীন,
না জেনেই দিলে হানা।
বেদনা বালের টিকা পাবে তুমি,
কভু যদি জেনে যেতে।
আসিতে না আর মালা দিতে এ,
একা পথে যেতে হেটে।
আগেই বলেছি এসোনা ভেসোনা,
ছলনার ভালবাসা।
বিনোদিনী হয়ে ডেকোনা পেছনে,
জালিয়ে আলোক আশা।
বলেছি হংসী মোরাল হয়োনা,
হও জোবেদার  মতো।
ভুলে থাকো যত বেদনার বুলি,
জরা জির্নতা শত।