মন চাহে যদি দেখে যাও এসে,
আমাদের বাড়ি খানি।
যেখানে জির্ন টিনের চালাতে,
বর্ষায় পরে পানি।
নুয়ে পরে থাকা  দেওরির পাশে,
সুপারির খোল দিয়ে।
পর্দা করেছে  ভিতর বাঁচাতে,
সামাজিকতার ভয়ে।
উপবাসে থাকা বাবা মা কত যে,
নিরবে লোকিয়ে মুখ।
বিলিয়ে দিয়েছে যা ছিলো সকলই,
দিতে গিয়ে মোরে সুখ।
মন যদি চাহে দেখে যাও তুমি,
নিয়ে যাও এসে কথা।
কত যে পাষানে কবর দিয়েছি,
হাজার জমানো ব্যাথা।
সভ্যতার আলো খুজে কভু হেতা,
পাবেনা একটি বিন্দু।
অভাবে স্বভাবে কুরুচি ধরেছে,
জমেছে  বেদনা সিন্ধু।
যদি মন চাহে এক বার এসো,
ভাঙা ঘরে এসো ভাই।
তোমারে শয়নে ঠাই দিবো ভালো,
নিরাশারা বলে নাই।
কালের আধারে ডেকে যাবে সব,
থেকে যাবে মোর বাড়ি।
সকলে দেখিতে আসিবে সেদিন,
গাড়ি করে সারি সারি।