পাখির ডাকা, ফুল ফুটাবার,
একটি দেশর জন্যে।
এক ভাষনে অগ্নি ছড়ায়,
শেখ মুজিবের কন্ঠে।
ঐতিহাসি হবে ভাষন,
সেদিন কে তা জানতে।
মুজিব ঠিকই জেনেছিলো,
লোহার তালা ভাঙতে।
কন্ঠে তাহার বজ্র ছিলো,
সাহস ছিলো বুকে।
তাই তো সবাই ভাষন শুনে,
স্বাধীন দেশটা আঁকে।
স্বাধীন দেশে থাকবো পরা,
এই বুঝে সব এক।
মুজিব  বলে যার যা আছে,
তাই নিয়ে দাও বেগ।
রক্ত যখন দিতে শিখি,
রক্ত আরও দিবো।
তবুও আমার মায়ের মাটি,
মুক্ত করে নিবো।
৭ ই মার্চের ভাষন আজো,
মনের মধ্যে গাথা।
ভাই হাড়িয়ে বোন হাড়িয়ে,
তবুও ভুলি ব্যাথা।
একটি সোনার টুকরো পেলাম,
এই ভাষনের তরে।
বিশ্বজোড়া সোনাম পেলো,
গর্বে বুকটা  ভরে।