আপেল খাওয়ার জন্যে মাগো,
                       করলে আমায় বড়।
                 তোমার জন্য আনছি দেখ
                      কত্ত,আপেল ধর।
                কষ্টে মাগো পার করিতে,
                   তোমার দিবা নিশি।
              দুঃখকে মা করছ মাটি,
                 আমার সুখেই বেশি।
             কত্ত সবর করতে মাগো,
                আজ এ দিনের তরে।
          সোনার বরণ মুখটি যে আজ,
                কালিই গেছে ভরে।
           তোমি যে মা বলতে হেঁসে,
                  খোকা বড় হলে।
          জামদানি টা পড়বে তবেই,
               আচল খানি মেলে।
           এই যে তোমার খুকা দেখ,
              তোমার কথা শুনে।
           অনেক দামি জামদানি আজ,
              আসছে নিয়ে কিনে।
         মা গো তোমার চরণ যোগল,
           দাওনা আমার মাথায়।
           তৃপ্তি ভরে ভালবাসার,
            আধারটাকে হাতাই।