একমুঠু ভাত দাও না আপু,
আমার মায়ের জন্য।
দোয়াকরি আপু বড় হবে তুমি,
জীবনে যে হবে ধন্য।
উঠে দাড়াাতে পাড়ে না আমার,
দুখিনী দরদী মা।
কেঁদে কেঁদে বলে তিন দিন হল,
কিছু খাওয়া হল না।
আরে বেটা যা, দেওয়া যাবেনা,
খাবে পোষা কুকুরে,
তিন বেলা ওকে দিতে হয়  খাওয়া,
রাত সকাল দুপুরে।
ওগো মা! তোমি ভাত চেয়েছিলে
শুনেছ কি বলেছে,
কুকুর কে ভাত দেয় যে ওরা,
টাকা দিয়ে কিনেছে।
ঐ দেখ বাবা একটা মহিলা,
ফেলে দেয় দেখি ভাত,
দাও না এনে দুমুঠু বলে,
জোর জার করে হাত।
শুনেন আমার অতি প্রিয়জন,
আপনি আমার খালা,
আপনার বোন কেঁদে মরে গেল,
আকরে ধরিয়া থালা।
এই বেটা যা দেওয়া যাবে না,
খাবে পোষা কুকুরে,
তিন বেলা ওরে দিতে হয় খাওয়া,
রাত সকাল দুপুরে,
গুসলে লাগে শ্যম্পু সাবান,
গষে দিতে কুকুরে।
এই কথা শুনে দৌড়ে আসিল,
ওঠিল যবে সে ঘরে,
বিছানার কাছে আসিয়া দেখিল,
জননী গিয়াছে মরে।
দেখেছ সকলে ঘুমিয়েছে মা,
অধীর শান্ত নয়নে,
কোন শুক আর নাই যে বেদনা,
এবারের শয়নে।
শান্তির পুরে চলে গেল মা,
ভাত খাওয়া হল না,
মায়ের শুকের সেই সৃত্মি সুর,
ভুলতে যে পারি না