রহিম-করিম কোথায় যাস,
কাটবি নাকি ঘোড়ার ঘাস।
শুনরে আমার অল্প গাল,
রাখছি কিনেখেয়া জাল।
নেইকো তোদের কোন কাজ,
চল করা যাক মাছের চাষ।
লিজ নেয়া যাক পাশের পুকুর,
কাজ করা যাক সকাল দুপুর।
পুর্ব পাশের আগাছা যত,
নিজের হাতে কাটব তত।
রোধের আলো পরবে যত,
মাছের খাথদ্য হবে তত।
রাক্ষুসে মাছ আছে যত,
বিষ প্রয়োগে মারব তত
ইউরিয়া আর টিএসপিতে
খাদ্য প্রচুর হবে তাতে,
২০০-১০০শতক প্রতি
এই কথাটির কদর অতি।
সপ্তা খানেক পরে কিনা
ছাড়ব মোরা মাছের পোনা।
পোনার ওজন অনুপাতে,
খাবার দিব দু বেলাতে।
যতই মাছের বড়ন হবে,
এই অনুপাত যাবে কমে।
বিক্রি যোগ্য হলে পরে,
ধরব যে মাছ জালের পরে।
মাছ বেচব গায়ের হাটে,
আয়ের হিসাব করব বটে।
দেশ ও দশের মাছের চাওয়া,
মিটবে দেশ ও দশের পাওয়া।
আমিষ দিয়ে বরব মাথা,
থাকবে না আর মনের ব্যাথা
মাছে মাছে গড়ব দেশ,
গড়ব সোনার বাংলাদেশ।