@বিদায় @
               মোঃফরহাদ
            যেতে নাহি চাই,   তবু যেতে হবে,
                       বিদায়ের মালা গলে।
                   নিরব চাহনি, সাথীদের পরে
                    আখি জোড়া ভাসে জলে।
                 ভুলেও  কখনো  হয়নি  যে  মনে,
                       তোমাদের  ছেড়ে  আমি,
                      বিদায়ী বেলার মহাজন হব,
                          জড়াব আখির পানি।
                খুব কাছে থেকে দেখেছি তোমরা,
                           পর নহে ছিলে আপন,
                    হারানোর  ভয়ে  ভালবাসা   টুকু,
                           মনেতে রেখেছি গোপন।
                      কত  হাসি  গানে তোমাদের  সাথে,
                               কেটেছে  আমার  বেলা,
বিদায়ের বেলা সবাই হাড়ালে,
একলা যে একেলা।
কত কড়া কথা কত বার জানি,
তোমাদের তরে বলে।
কাল করে দিছি সাদা মনটারে,
কাজলের কালি ঢেলে।
তোমাদের কত ভালবেসেছি যে,
বুঝিনি কখনো আমি,
বিদায় বেলায় কেন যে সদায়
ঝরেছে চোখের পানি।
ছোট ছোট ভুল সৃত্মির মিনারে
প্রেমের সমাধী গড়ে,
তোমাদের থেকে ওগো বন্ধুরা,
ঠেলে দিছে মোরে দূরে।
আজ জানা হল তোমাদের কত,
আপন করেছি মনে,
তোমাদের শুকে জড়ে জল শত,
অবিরাম  দু নয়নে,
আমি এ অধম ভাল করে দুটি
বলতে পারিনি কথা,
আজ বিদায়ের মহাক্ষনে এসে,
ফিরে গেল নিরবতা,


ওগো বন্ধুরা আমি অধমের,
ভালবাসা রেখ মনে,
মনে পরে যদি খবর নিও তা,
একাকিনী নির্জনে।
মহাকালের এই আধারের ঘরে,
হয়তো রবেনা মনে।
তব সৃত্মি করে রেখো গো আমারে।
অবহেলার অঙ্গনে।



From: