এত আদরের বউটারে আমি,
দিয়েছি বিষের গালি।
তারই শুকে আজ বহিছে অশ্রু,
লেগেছে কথার কালি,।
বুঝিনি তাহারে কত যে আমারে,
বাসিত বিলাষে ভাল।
আমি ছাড়া সব আধার দেখিত,
কাছে পেলে পেত আলো,।
কেদে কেদে বউ আমারে তাহার,
বেদনা বলিত কত,।
আমি বিনা নাকি  আখি পাতে তার,
অশ্রু জড়িত শত,।
বউ কথা কউ কথা কউ বউ
,থেক না আরালে তুমি।,
তোমারে বিহনে নেমেছ জীবনে,
সাহারার মরূভুমি।
কত দিন পরে দেখা হবে বলে
,সেজেছে বউটি সাজে।
, ঘোমটার ফাকে আরে আরে চায়,
মরে যায় শত লাজে,।
কতনা কথার কবিতা জমায়ে,
রেখেছে তাহার মনে,
দেখা হলে সে যে ছন্দে ছন্দে,
বলিবে আমার সনে,।
শীতের চাদরে বসে আছি সে,
ফাগুনের ফুল নিয়ে।
বুঝিনি তাহারে এসে ছিল সে,
বিলাষের গান গেয়ে।
বউ কথা কউ, কথা কউ বউ,
সহেনা পরানে আর।
তোমি ছারা আজ দিন যে কাটেনা,
চোখে নামে আন্ধার,।
কাজলের কালি মেখেছে নয়নে।
,ঠুটেতে মেখেছে রং,।
খুশি হয়ে সে দৌরে আসিতো।
করে নিতে বরন।
বিনি সুতা দিয়ে মালাটি গাথিয়া,
আমারে পড়ানো ছলে,
এখানে ওখানে ঘুরিয়া ফিরিত।
,পরিয়া তাহার গলে,।
এত উদাসিনী আমারে ছাড়া,
সে বাচিবে না আর ববে।
কেঁদে কেঁদে বলে,তব মত ভাল,
কে ভাসিবে আর কবে।
ছুয়ে দেখ বুকে,তোমি ছারা আর।
কে আছ বুকের মাঝে।
তোমারে কেন যে মনে পরে মোর,
সকাল সন্ধ্যা সাজে,।
আমারি হাতটি  আকরে ধরিয়া
,বুকেতে রাখিয়া মাথা,
আমারে বলিত করু জোর করে,
ভুলনা আমার কথা,
আমি যবে তারে আদর করেছি,
সে যে   কেদেঁ ফেলে ধরে।,
বলেছ এমন ভালবেসে যেও।
সারাটি জনম ভরে,
এত ভাল বাসা  এত হাসি গান,
জীবনের পাতা ভরে,
ওগো বউ তোমি পূর্নতা দিলে,
সুখ দিলে ভাঙা ঘরে।


দু আটি বকুল পলাশ পারূল,
দেয়নি তাহারে হাতে,
বাশ বনে বসে দুজন দুজনে
দেখিনি জোছনা রাতে।
কত বিরহের কত  ঝরা সৃত্মি,
কত বার গেল চলে।
বধুটিই শুধু সারাটি জনম
ভালবাসি গেল বলে।
কতনা যতনে রেখেছি তাহারে,।
আমারই হৃদয়ে ভরে,।
জীবনের তরে বাধা আসিলেও।
যাবনা কো তারে ছেরে।