চির সবুজের,ছায়া সুনিবির,
আমাদের ছোট গ্রাম।
মায়া মমতায় জরা জরি করে
মানুষের শত প্রাণ।
নিতুই এখানে বিরহ কিংবা,
ভালবাসা লিখে ছড়া।
বুঝিবেনা যদি না আস কতটা,
প্রেম প্রীতি সেথা ভরা।
মিলে মিশে মোরা বাস করি সেথা,
নাহি কোন মারা মারি।
কত মুনিষির স্বপ্নের গ্রাম,
   এ যেন স্বপ্ন পুরি।
ধীরে বয়ে চলা ঐ ইছামতি,
সবুজ ঘাসের বন।
দেখি যবে তার রূপের পাচালি,
  ভরে যায় আমার মন।
এত ভালবাসা, এত যে প্রেমের,
  প্রাসাদ গড়েছি মনে।
ভুলে যেতে পারি দূরে থেকে তবু,
মনে জাগে ক্ষনে ক্ষনে।
যেখানে মায়ের আদর বিছানো,
বোনের কতনা চাওয়া।
এখানে ওখানে ছড়ানো ছিটানো,
   কতনা সহজ পাওয়া।
কত ভালবাসা মনের গহীনে,
   ছোট গ্রাম খানি জুড়ে।
অবসরে আমি ফিরে যাব সেথা,
     দেখিব হৃদয় ভরে।
এখানের চির ভালবাসা মনে,
বার বার আসে ফিরে।
মরিলে  দাফন  করিও আমারে,
মা মাটি মাখা এ নীড়ে