কি যে বেদনার গুনধরা বুকে,
জ্বালায়েছে কিসে বাতি।
কত আলো তবু দৃষ্টির তলে,
কালো আন্ধার রাতি।
কত ভালবাসা প্রেম প্রিতীলতা,
চার পাশে কত ছন্দ।
গোপনে যখনি বারায় দু হাত,
তবে সবই হয় বন্ধ।
কত বসন্ত কত প্রাণে দোলে,
কত বনে ফুটে ফুল।
কত জনা তরী দিয়ে যায় পারি,
আমি নাহি পাই কূল।
বিলাস ভাসনে কত জন সুখে,
ভাল লাগা চাহে শুধু।
আমার এ বেলা তিক্ততা জানি,
অনেকের বেলা মধু।
আর কোন দিন করিব না আশা,
মরিবনা মনো তাপে।
না চাওয়ার মাঝে বাচিয়া রহিব,
জীবনের প্রতি ধাপে।