কত যে মুর্দা জানাযা দিয়েছি,
হিসাবে নাই তো গাথা।
হায়াতের পাতা ফুরায় যদি গো,
মিছে কেন পাই ব্যাথা।
কত ভাই বোন, স্বজন গেলো রে,
আর কি ফিরলো  ভবে।
অপূর্নতার সৃত্মি নিয়ে আজ,
মাতি কেন কলরবে।
না পাওয়ার কত যন্ত্রনা বুকে,
লালসার  কিছু ভুলে।
সারটি জীবন কেটে গেলো মোর,
পাওয়া না পাওয়ার কূলে।
ভুবনে কত যে অবিনেতা হয়ে,
সাজিয়ে জীবন চলা।
হৃদয়ের কত স্বপ্ন এখনো
হয়নি  যে কারে বলা।
কত যে সঠিক কথারা ছড়েছে,
বলতে থেমেছে ভাষা।
বুক জুরে কতো ঝড় বয়ে গেছে,
কত যে মরেছে আশা।


কালের আবহে মুছে যাবে সব,
পাওয়াা নাা পাওয়ার গল্প।
তুমি পেয়েছিলে অঢেল সকলই,
আমি পেলাম অতি অল্প।
অভিমান ভুলে জেগে ওঠো মন,
চেয়ে লও যত মাফ,
দেওয়া ব্যাথা বা জুলুমের  মত,
করেছিলে যত পাপ।
বিন্দু ছিলে তা সিন্দু  হয়েছো,
ভেবে দেখো তারে আজ।
জীবনে কভুও ভাবনি যে আর,
করনি কিছুই কাজ।
না পাওয়ার যত অভিমান ভুলো,
লালসা ফেলো না দূরে,
দাফনের আগেই কাফনের উর্দি,
কোমড়ে নাও না মোড়ে।