সাদা মনের মানুষ গুলো,
এখন চোখে কমই পরে।
মনের  সাদা মিশে যাদের,
আচরণে মুক্তা জরে।
আজকে তাদের খুব প্রয়োজন,
বিশ্ব যাদের খুজে বেড়ায়,
অভাব ছিল ভালবাসার,
অভিমানে যাচ্ছে হাড়ায়।
সাদা মনের মানুষ গুলো,
এখন তো আর চলার পথে,
যায়না দেখা আগের মতো।
কেউবা পাগল ফতুর বলে,
দামের হাটে মুলোর মতো।


ওদের যে আজ দিন চলে না,
মুখের ভাষা সত্য বলে,
সবাই ভাবে সরল অতি,
দিন যাবে তাই চোখের জলে।
সচ্ছতা  যার জীবন পথের
শেষ সম্বল করে।
এদের মাঝে নাই তো কিছু।
শুধুই ভেবে মরে।
দুঃখ করে মিছু  মিছু।
সাদা মনের মানুষ গুলো,
ধোলার সমান এই সমাজে,
তবুও তারাই ছড়ায় আলো।