কষ্ট গুলো ভালই লাগে,  মাঝে মাঝে কাঁদিয়ে জানায়।
কিংবা তিব্র  আর্তনাদে, স্বপ্ন গুলো আবার জাগায়।
মাঝে মাঝে মুর্ছা গিয়ে, কিংবা খানিক ক্লান্তি দিয়ে,
রং ছলনার খানিক ছুয়ায়, কোন আলেয়ার দিচ্ছে বিয়ে।
কষ্টগুলো ভালই লাগে, এক অসহায় কেমন
করে,
বন্দী হয়ে জীবন কাটায়,  তিমির ভরা ছোট্ট ঘরে।
প্রতিবাদের ভাষা কেমন, পাইনা খুজে অভিদানে,
দুঃখ গুলো খুব প্রিয় হয়, আদর করে সঙ্গোপনে,
চায়না যেতে কোথাও সে আর আমায় ছেরে,: বিন্দাবনে।
অবহেলার পাত্র করে, রাখাল বানায় সুখের চরে,
দেয়না সে যে একটু ফাকিও অনুভুতির  আকাশ জুরে।


কষ্টগুলো খুব মনে হয়, সৃত্মির আকাশ মেঘে ঢাকে
একটু আশার উদয় হলেই, অমনি নাচে নতুন ডাকে।
কষ্ট গুলো খুব প্রিয় মোর,  লোকের কাছে যন্ত্রনা হয়।
প্রতিবাদের নাইকো ভাষ, সামনে চলায় নাই কোন ভয়।