মূল্যহীনেরে মাল্য দিয়েছে,
সেকি বুঝে  তার মুল্য।
তার কাছে তা ঝরা মালা সম,
বাসি ফুলে গাথা তুল্য।
বুঝেনি জীবনে কি দিলে তাহারে,
খুজেনি গহীনে অর্থ।
ভেঙেছে সকলই  মানেনি  কখনো,
দিয়েছিলে যত শর্ত।
তুমি দিলে ফুল ভেবে তারে ভুল,
কাটার কাননে  ফিরে।
মরিচার  পুতি সুতুই গেঁথেছে,
ব্যথা নিয়ে ধীরে ধীরে।
দিলে তারে গতি মরমের সৃত্মি,
মনে করে গেছে ভুলে।
ধরিয়া অথয় দ্বিপহর রাতে,
সুখ নিয়ে গেছে তুলে।
যা ছিলো  সামনে ধরিবে কেমনে,
সৃত্মি ভ্রম থাকে সদা।
জীবনে কখনো থামেনি তো পথ,
বলেনি গোপন কথা।
মূল্যহিনেরে  মাল্য দানের
ভুল ছিলো কিছু কাজ।
সে যে মেকি শুধু বাহিরে  বিলাসী,
ভিতরে মেঘের সাজ।
আধারে রটিতে চেয়েছিলে ঘর,
আলোকে রাখিছো ভুলে।
এতো আলো তার সহেনা জীবনে,
আজি বলে সব খুলে।
অধমে রতন পেলে লাভ কিরে,
মুল্য বুঝেনা তার।
যত আলো দাও দেখিবেনা কভু,
ভালবাসে আন্ধার