চাঁদ যে সদায় জোছনা ছড়ায়
ভাবছ কাহার আলো?
নিজের ভেবে অহংকারে,
ঢাকতে চায় সে কালো।
পর গাছা টা গাছের পরে,
উর্ধে ওঠে বলে।
দেখছ আমি ছোট্র হলেও
বড় গাছা মোর তলে।
দিঘির জলে শেওলা বলে,
বিন্দু শিশির দিয়ে।
লিখে রাখতে স্বজন ভেবে,
কণ্যা দিবে বিয়ে।
কাকের বাসায় কুকিল দেখ,
বড়াই নিজের ডিমে,
আমার ডিমেই কাকের বড়াই,
জাতটি দেখ চিনে।
রাজার দেশে, প্রজার যদি,
একটি কড়িও যায়,
ডোল পিটিয়ে জানায় সবে,
প্রজার ঋণের দায়।
নিঃস্বার্থ রয় না কেহ,
শুনতে চায় যে রব।
কে আছে আর ত্যাগের তরে,
ডাকেন কাঠি সব।