দেখি অবেলায় কেউ পাশে নেই,
বেলা শেষে আমি একা।
দিয়েছি কত কি কোথা তারা আজ,
কেউ দেয়নি যে দেখা।
মধুক্ষণে যারে কাছে পেয়েছি তো,
আজ দেখি নাই পাশে,
আছি আন্ধারে চোখে নেই জ্যোতি,
সে যে সুখে শত হাঁসে।
কত স্বজনের চেনা মুখ দেখি,
দুরে চলে যায় ভুলে,
পারে বসে আমি তরী ভাসা দেখি,
নিলনা যে আর তোলে।
কত ভালবাসা ডালা ভরে দিত,
সুখের বেলাতে এসে,
তারা ধিক্কারে কিন্চি কেটেছে,
বিনোদনে হেঁসে হেঁসে।
একা আছি আজই ছিলাম একাই,
পাশে পেতে চেয়ে কারে,
আধার করেছি সোজা পথটারে,
ভালবেসে সংসারে।
শুরুতে একাকী শেষ হবে তাও,
কি কারনে করি ভয়।
মধ্য বেলার সময়ের ডাকে,
কেন করি অভিনয়।