বিশ্ববাসীরা চুপ কেন আজ,
তামাশা দেখনি সবে?
বার্মার দিকে দৃষ্টি ফেলনি,
সুখ ভোগ নিরবে।
জাগেনা কি দয়া হৃদয় মরেছে,
পাষানে পাষানে যুদ্ধ।
নিরিহ  মানুষ দুষ কি করেছে,
ওরা নাকি নয় বুদ্ধ।
মানবতা কি নিচে নেমে গেল,
নাকি ভেসে গেল জলে।
নিষ্টুর  ঐ বারমার বুকে,
রোহিঙ্গার কথা বলে।
দিকদিক শত নিন্দা জানাই,
নাহি ধন ও জন বল।
দুর থেকে চেয়ে দেখা আছে আর,
আর আছে আখি জল।
দোহায় দু পায় জন্তুু হয়না,
বাদ দাও হানা হানি।
না হলে এমন আসবে এদিন,
থাকবে না হালে পানি।
ভেবেছ বংশ সমূলে ধ্বংস,
করলে রবেনা কেউ।
আকাশে বাতাসে তুলেছ যে ধ্বনি,
সাগরে তুলেছ ঢেউ।
মানুষের মানুষে  প্রীতি গড় নয়,
মুছে যাবে মানবতা।
অতলে  তলাবে  বহু বছরের,
গড়ে তোলা সভ্যতা।