যখন গর্ভে মায়ের আসিল সন্তান
আনান্দ তরঙ্গে ভাসিল মায়েরও মন
কানে কানে অতি লাজে স্বামীরে সে বলে
দুজনার ভালবাসার ফসল আসিল মোদের ঘরে।


কিছু লক্ষণ করিয়া প্রকাশ কিছু রাখিয়া গোপন
মাস পূর্ণ করিয়া শেষে ধরাতে সন্তানের আগমন
আবেগে জড়ায়ে ধরিতে মায়ের পরাণও চায়
ততক্ষণে দশ কোল ঘুরিয়াছে সে বাছায়।


জ্ঞানে ও গুনে ভাল হয় যেন আমারও সন্তান
নিঃস্বার্থ এই চাওয়া শুধু যপিছে মায়ের মন
এতদিন যে নারী নিজের রাখিত খেয়াল-
                করিত আপনার যতন
সন্তানের পথে বিছায়ে দিয়াছে তাহা-
                 হয়ে কর্তব্যপরায়ণ।


দিনে দিনে উঠিল বেড়ে বুকের ধন
হাজারো সপ্ন বুনিতে লাগিল মায়েরও মন
নিজের শত দুঃখ কষ্ট রাখিয়া গোপন
সন্তান যেন মানুষ হয় সেই চেষ্টা সর্বক্ষণ।


মায়ের দোয়া সবার সেরা সন্তানের লাগিয়া
খোদার দুয়ারে তাইতো মা কাঁদিত হাত তুলিয়া
ধীরে ধীরে মায়ের শক্তি নিঃশেষ হয়ে যায়
নিত্যতার নিয়মে সেই শক্তি সন্তান বুঝি পায়।


এতদিনের চেষ্টা না জানি বিফলে হারায়
তীরে এসে তরী এখন ডুবিয়া যাইতে চায়
সমস্ত শক্তি শেষ করে মা শয্যাশায়ী হয়
পড়া ফেলে সন্তান তখন মায়ের শিহরে দাড়ায়।


মৃত্যু পথের যাত্রী মা দুরারোগ্য রোগে
সন্তানের মাথায় হাত রাখিয়া সে তখনও দোয়া করে
আমার সপ্ন পূরণ করিবে কথা দাও মোরে ছুয়ে
সুধাইতে সন্তান ভুলিয়া গেল কি ছিল মায়ের মনে।


অনন্তকালের যাত্রী হয়ে মা পবিত্র করিল আসন
বেদনার্ত এতিম সন্তান বুঝিল না মায়ের মন।