প্রিয়জন যে জন
প্রয়োজনও তারে হয়
প্রয়োজনে যে প্রিয়জন
সে তো প্রিয়জন নয়।


প্রয়োজন শেষে যে কৃতজ্ঞ
প্রকৃত প্রিয়জন সে বটে
মিছে প্রিয়জন সেই
প্রয়োজন ফুরালে না রাখে মনে।


প্রিয়জনের উদর শুন্য করে
এসেছি এই ধরণীতে
জননীকে প্রয়োজন বেশী ছিল বলে
বেশী প্রিয়জন বলি তারে।


এ প্রয়োজন অর্থ বা স্বার্থের নয়
এ প্রয়োজন চিরন্তন
অর্থ, স্বার্থের প্রয়োজনে যে প্রিয়জন
ঘৃণ্য হয় সে নিদারুণ।


মরণের পরে সবার
শেষ প্রয়োজন আছে
প্রকৃত প্রিয়জন দেখবে তখন
খাটিয়া তুলে নিবে কাধে।