নবজাতক তাকানোর চেষ্টা করছে,
অনভ্যস্ত আলোর বাধা অতিক্রম করে
চারিদিকে ক্লান্ত,চিন্তিত, কৌতুহলী মূখ।
বাতাসে ভাসছে লাশের উৎকট গন্ধ
নরম শ্বাসনালীতে সে বাতাস আটকে যায়।
দিগ্বিদিক ছুটাছুটি মানুষের ঢল
সাদা ও কালো ধোঁয়া তৈরি করছে মেঘাকৃতি।
প্রিয় বাসস্থানের অবশিষ্ট অংশ বহনকৃত-
নির্যাতিত মানুষের দীর্ঘ লাইন,
লাইনের দীর্ঘতা নির্নয় করছে পাশবিকতা,
পিছনে প্রতিহিংসা সামনে নিয়মের বাধা।
মানবতা যখন মগের মুল্লুকে পদদলিত
আকাশে তখন বিলুপ্ত প্রায় শকুনের উৎপাত।
ক্ষুধার্ত মানুষের শত শত হাত-
খাবারের প্যাকেটের দিকে ধাবমান
যা, কুকুরের লড়াইকেও হার মানায়।
লাশের স্তুপে ভরে গেছে নাফ নদীর গর্ভ
বর্ণহীন পানি ধারন করছে লাল বর্ণ।
সুচির হায়েনারা ছুটে আসছে রক্ত চক্ষু
সবলরা প্রাণ ভয়ে নিরাপদে প্রস্থান
অসহায় শুধু সদ্য প্রসূতি ও নবজাতক
হায়েনাদের উল্লাস রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা
নবজাতক, তোমার নাম কি তাহলে রোহিঙ্গা?


                       ROHINGYA


New born baby trying to open his eyes,  
overcoming the barrier of unpractised light
tried, worried, curious face around him.
Virulent smell of corpsing flying in the air
that air bind along soft throttle.
Haphazard bustle of human glacis
white and black smoke together making cloud.
Carrying the rest part of beloved home-
long line of persecuted human,
long line determining the atrocity
revenges in back and barrier of low in front.
When humanity trampled in Moger Mulluk
then depredations of vultures in the sky.
Hundred hands of hungry human-
racing towards the packet of food
which lose the fight of dogs.
Nuf's womb filled with stupas of corpsing
colourless water  becoming red.
Suu kyi's hyena coming with a black look
capable leave the place fear of life
only new mother and new born baby helpless
hyena's glee Rohingya and Rohingya's cub
new born baby, is your name Rohingya?