অ থ চ
- মণি জুয়েল(Moni Jewel)


অপরিণত বিফলপ্রসূ বাঁজা ভুট্টাগাছ মাথায়
ফিরে যাচ্ছে কৃষক
ঘন কালমেঘ পূর্বআকাশে
পশ্চিম'র আকাশে সাদামেঘে রোদ্দুর
তাতে বেশ উজ্জ্বলতা. সৃষ্টি হয়েছে।
ও'দিকেই স্বাভাবিকভাবেই দু'চোখ
অথচ, কাল-বৈশাখে পশ্চিমাকাশ
কালো করে ঝঞ্ঝা বয়ে গেছিলো-
ভাঙ্গা-প্রশাখা'গুলো তারই সাক্ষী


এসবই এখন বসে বসে দেখছি২


ক্রম:ঘন হয়ে এখন বেশ আঁঁধার
পশ্চিমদিকের পথে ছুড়ে চলেছে-
যুগের যানবাহন, আলো ফোকাশ
ছুটে চলেছে তারই সামনে সমানে
ঠিক বিপরীতে রেড-লাইট' জ্বলছে।
সারারাত এভাবে ছুটতে ছুটতে ভোর
সূর্য কিন্তু পূর্বেরই আকাশে
বাল্ব নেভাক বা না।
দেখছি আর ভাবছি। সব কি খেলছে মাথায়!


×××12.Jul.2018-ধুলিয়ান-07:00PM×××