- Moni Jewel (মণি জুয়েল)

কি নামে ডাকবো বলো না, নীলজোছনা
না ডোনা?
থেকো সাথে প্রিয় আমায় ভুলো না
ভালোবেসো ডোনা আমাকে
বুকে রেখো আমাকে

আমি তো জানি না আমার হবে কি না
চেয়েই থাকি আশায় আমি
কখনও বোলো না- তোমার হবো না
ভিজিয়ে এ মন তুমি!
ভালোবেসো ডোনা আমাকে
বুকে রেখো আমাকে।

মনে মনে গোপনে, আমার মন জানে
রয়েছো তুমিই সঙ্গোপনে
আলো ও আধারে, সুখের-ই ঘরে
কল্পনা জাল বোনে!
ভালোবেসো ডোনা আমাকে
হৃদে রেখো আমাকে।

****26.04.17-Dhuliyan-03:15PM***