#চাষাবাদ
প্রেম হৃদয়ে অনেক আছে, তোমায় দেখাবো কেন
আমি জানি-
বন্যা এলে নতুনমাটির পলি পড়ে
জমিও ঊর্বরা হয়
কিন্তু, অনে..ক অশান্তিও
এ তুমিও খুব ভালোই জানো
তুমি তোমার ঘর ভাঙতে-
দেবে না। বরং যাও
আঙুল ডোবাও, বসো নদী পাড়ে!
নদীর জলে
আঙুল ডুবিয়ে, বসে থাকো, সেচের ব্যবস্থা করো।
নদী ঠিকই সাগরে গিয়ে মেশে, নামে কিম্বা নাম বদলে।@মণি জুয়েল
সুপ্রভাত কবি।
বলিষ্ঠ প্রকাশ... ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
প্রেম বিরহের দারুন নান্দনিক উপস্থাপনা। এবং ভেঙে না পড়ে জীবনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পরিলক্ষিত হচ্ছে! দুর্দান্ত কাব্যিকতায় মুগ্ধ প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনন্য রূপক কবিতা, মুগ্ধ।
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
রূপকে , জীবন সংগ্রামের নীতি নির্দেশনা , মানবিক ভাবনায় সুন্দর কাব্য ।
প্রিয়কবিকে শুভকামনা জানাই, ভাল থাকুন সদা ।
শব্দশৈলীর চমৎকারিত্বে দারুন রূপককাব্যে
অনেক ভালো লাগা রেখে গেলাম,
শুভ কামনা রইল প্রিয় কবি।