বেশ কটা সিগারেট পুড়িয়ে জ্বলতে জ্বলতে
তোমার জানালায়
তোমার দরাজদরজায়
আমি ধোঁয়ার মতন ভেসে এলাম
তুমি জানতেই পারলে না২-


আমার উত্তাপ,
আমার দাঁড়িয়ে থাকা



সুদৃঢ় আলিফ যেমন অটল বর্গীয়-জ'তে



জানো তুমি সে দৃঢ়তা,
ওই প্রেম্প্রতাপ?-


সম্ভবত: এ সব জানো না২-
আমি ধোঁয়ার মতন ভেসে এলাম
তোমার দরাজদরজায়,
এবং নিঃসঙ্গতায়
বেশ কটা সিগারেট পুড়িয়ে জ্বলতে জ্বলতে...


দাঁড়িয়েই ছিলাম তোমার সদর দরজায়@মণি জুয়েল