বেশ কটা সিগারেট পুড়িয়ে জ্বলতে জ্বলতে
তোমার জানালায়
তোমার দরাজদরজায়
আমি ধোঁয়ার মতন ভেসে এলাম
তুমি জানতেই পারলে না২-
আমার উত্তাপ,
আমার দাঁড়িয়ে থাকা
সুদৃঢ় আলিফ যেমন অটল বর্গীয়-জ'তে
জানো তুমি সে দৃঢ়তা,
ওই প্রেম্প্রতাপ?-
সম্ভবত: এ সব জানো না২-
আমি ধোঁয়ার মতন ভেসে এলাম
তোমার দরাজদরজায়,
এবং নিঃসঙ্গতায়
বেশ কটা সিগারেট পুড়িয়ে জ্বলতে জ্বলতে...
দাঁড়িয়েই ছিলাম তোমার সদর দরজায়@মণি জুয়েল
অসাধারন বিরহের কবিতা প্রিয় কবি! দুর্দান্ত কাব্যিকতা! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবি এক কথায় অসাধারণ, মুগ্ধতা রাখিলাম পাঠে ধন্যবাদ।
রূপকে সুন্দর জীবনমুখী কবিতা!
প্রেমের শক্তির এ এক দ্বন্দ্ব...
কেটে যায় যখন মনের ছন্দ...তবুও দরজা বন্ধ...ভাগ্য হয়তো মন্দ...তাই দেখা হলো না...চেনা হয়েও রয়ে গেলো অচেনা...শুধু নিকোটিনের গন্ধ...দারুণ রূপক...মনের আড়ালে মনের খেলা...ভালোলাগা রইল তোলা।
কেমন আছো কবি?কই পাতায় তো দেখি না?যাই হোক ঘুরে গেলাম।
অফুরন্ত শুভেচ্ছা রইল।
বাহ! চমৎকার লিখনি, মুগ্ধ পাঠে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা অনিঃশেষ প্রিয় কবি।