ডিজিটাল ওয়াচে
- Moni Jewel মণি জুয়েল
ডিজিটাল ওয়াচে! চৌদ্দ! তখন থেকে দেখছি...
কোনো কাজ নেই
মাঠ থেকে কৃষক ফিরছে
মাথায় নিয়ে গো-খাদ্য কচি পাট-ডাঁটা।
শাক, যা খাওয়ার তা খাওয়া হয়েছে,
দাম পাবে না' বলে এখন এ ব্যবস্থা
কোনো কাজ' নেই, নিউজ-পেপার-
খুলে বসে ছি, দেখছি..শিরোনাম-
পণ্যের দাম,কৃষাণের আত্মহত্যা,
↓↓
গোমাংস ছুতায় গনপ্রহার, আহ্
↓↓
মুস্লিম ছেলেটিকে, পিটিয়ে হত্যা-
রাম" ধ্বনিতে নারাজের পরিণাম।
আঠেরো' থেকে এখন বেশ আঁধার,
তা হোকগে, গো-বৎসদের সুব্যবস্থা-
পোয়ালে'র বদলে পাট-ডাঁটা জুটেছে,
শুরু হয়ে গেছে গুতোগুতি, মারা কাটা।
কারেন্ট সেই পালিয়ে গেছে
ফেরার নামগন্ধ নেই-
যান্ত্রিক গোলযোগ! ডিজিটালে উনিশ! দেখছি...
×××11.07.2019- Dhuliyan -07:45 PM×××
।গো-বৎস= বাছুর।
।পোয়াল= শুকনো ধান গাছ।
।কচি পাট ডাঁটা= অপরিপক্ব পাট(Jute)।
মাথাটাই টালমাটাল
খবর শুনে দেখে মনে গোলমাল------------
সাবলীল ভঙ্গীর কবিতা.....................
স্নেহ রইল বন্ধু-ভাই।
শুভেচ্ছা জানবেন সর্বদা।
টালমাটাল অবস্থা...নেই কোনো সুব্যবস্থা...দারুণ সুন্দর উপলব্ধির প্রকাশ।
ভালো থেকো।অনাবিল শুভেচ্ছা রইল।
পাঁচ বছর কাল,
কত কিছু যে দেখেছি
দেখেছি দেশের হাল।
পায়না খেতে মানুষগুলো
নেই ছাদ তাদের মাথায় ,
পোয়াল পায় গরু গুলো
পেট ভরে এখন তারা খায়।
সুন্দর কবিতায় মুগ্ধ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো।