দিনকয়েক নিম্নচাপের পরে
- মণি জুয়েল Moni Jewel


ঘন আবরণ আহ্...ক্রমশঃই সরে যাচ্ছে!
আমি দেখছি
কাঁপছি আমি কাঁপছি
কোত্থাও কেউ নেই' তেমন, এখন
সব শুয়ে গেছে, এসো' হে কামী
জানি, তপ্ত কর্বে, আজ আমায়!
ঢলে পড়বে, যত প্রেম নির্যাস


এসো নেমে এসে তপ্ত করো২


দাঁড় প্রবেশ করুক, পয়োধি'র-
অভ্যন্তরে। দু'য়ে ভাসতে থাকি!
উচ্চারিত হোক' স্রোতের-উচ্চার
এখন কোথাও কেউই নেই তেমন
অপলকে চেয়ে আছি
তুমিও তীরছি...
আহ্...ক্রমশঃই রঞ্জনে খসে খসে যাচ্ছি!


×××18.12.2018-ধুলিয়ান-09:30PM×××


#আজ রাতে চাঁদ দেখতে দেখতে


।ঘন আবরণ= মেঘের আচ্ছাদন।
।কামী=চাঁদ।
।পয়োধি= অন্তহীন জলরাশি।