ছেলেটি লজ্জিত, মেয়েটিও, ওদের মুখ দেখতে পাচ্ছি।
চেতনায় উদ্দীপ্ত
ওরা, ভীষণই লজ্জিত
পিতৃ-পিতামহ সম্পাদিত হিস্ট্রি দেখে
না... মা ঠাকুমাতেও গর্বিত না
অতঃপর তাকালো
তিক্ষ্ণচোখে আমার দিকে
আমি তখন ওদেরই দেওয়ালে ঝুলছি
দেওয়ালে উপরের দিকে
জুতসই, বাঁধানো।
কিন্তু, এতো ক্ষুদ্ধ' ক্যানো ওরা
কেনো ক্ষোভের বহ্নি ওদের দু'চোখে!
কেন বা ওরা লজ্জিত?
যেন পদদলিত
আমি, আমার ওই প্রগতিশীল ইতিহাস দেখতে পাচ্ছি।
দুঃস্বপ্নের একটি বাস্তব ভবিষ্যত@মণি জুয়েল
মানবতা ভাবনা নিয়ে, সুন্দর কাব্য প্রকাশ , মুগ্ধ অশেষ ।
শুভকামনা জানাই প্রিয়কবিকে ,ভাল থাকুন সদা ।
দারুন ভাবনার অনন্য কাব্যিকতায়
অনেক মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা রইল
প্রিয় কবি।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।