এগিয়ে যাও তাঁরই পথে
- মণি জুয়েল(Moni Jewel)


ওহ্ ডিয়ার, ওহ্ মাই লভ, একটু থামো প্লিস
বলতে দাও
একটু শোনো প্লিস।
জেনো, আমি বঙ্গ' দেখি, নীলে, স্রবনে-
সবুজে, সুশুভ্রতায়, তা দিয়েই সাজাই'-
তোমায়
অন্তঃ প্রণয়ে, সোহাগে, রমণে!
কিন্তু আরব মরুভূমি এ যে আসলে!
৫৫০ খৃষ্টাব্দে'র আঁধার আরব মাটি!


নিশ্চয়ই জানো, সে আঁধারি সময়২


জ্বলন্ত প্রশংসিত"জনের(স:) সময়!
কবিতা ছিলো না, বা কবি ছিলো না
তা কিন্তু মোটে নয়! অ থ চ...
আন্ধার!
ভাবতে পারো?? অমল-প্রশংসাকারীর
অমৃত-বাক্যে'র অপব্যাখ্যা-ভ্রান্তব্যাখ্যা!
ভুলে গেলে তাফেফ!
ভুলে যেও না
সাদরে নেবেই পর-প্রজন্ম,একটু হাসো প্লিস।


*পর-প্রজন্ম=পরবর্তী প্রজন্ম।*


#তোমার সাথে কথা বলতে বলতে।