একাকী আঁধার রাতে
- মণি জুয়েল(Moni Jewel)


মুক্ত দ্যু নীল প্রান্তে, আমি চেয়েই আছি!
আঃ আঃ শিহরন
আ আমি কাঁপছি, মৌসুমী-
বয়ে যাচ্ছে, দমকা শীতোষ্ণশ্বাস।
ক্রমশঃই ভিজে যাচ্ছি, মৌসুমী-
বিন্দুতে ভিজে গেছে অগ্রভাগ!
জেগে বসেই আছি প্রতিক্ষায়


তুমি এসো, এসো হে কামী!২


তপ্ত করো আমায়, জোছনায়
হাবুডুবু খাই স্রোতইষ্দুষ্ণতায়!
আ..আ..আমি কাঁপছি, মৌসুমী-
শিশিরে ভিজে গেছে, যৌবনাঙ্গন!
এসো, ভেসে যাই, নইকায়
হইক আন্দোলন
দেখি, লাল ওই দ্বার! আমি জেগে আছি!


×××07.09.2018-ধুলিয়ান-01:05AM×××


।কামী=চাঁদ(Moon 🌙)।
।মৌসুমী= মরশুমি(Seasonal)।
।যৌবনাঙ্গন=প্রাণবন্ত/তাজা/সবুজ-অঙ্গন।
।লাল দ্বার= ভোরের পূর্বকাশ দেখার কথা।