একটু অপেক্ষা করো


মডার্নিজমে'র মতো নিজেই সমস্যার সৃষ্টি করো
সমাধানও (২)-
যে সমাধানে ভেঙে যায়
ভেঙে যায় আমাদের সমস্ত নিরাপত্তা
এ তুমি বুঝতেই পারোনা


অতঃপর
অযুত লম্ফ ও ঝম্ফ


ততক্ষনে ভেঙে চুরমার হয়ে যায় নির্মান


অযুত লম্ফে ঝম্ফে
অতঃপর-


শুরু হয় বিনির্মাণের চেষ্টা
ধীরে ধীরে ঝরে পড়ে যায় যত পাতা
নগ্ন কাঁটাশিমুলের মতো
চৈত্রের হাওয়া-
চুরমার করে লাবণ্য। তুমি 'লোশন' খুঁজে ফেরো


এভাবেই কালবৈশাখ আসে এবং আসবে@ মণি জুয়েল