গুজে নাও পলকে প্লিস
- মণি জুয়েল(Moni Jewel)


আমি, আহ্ ভীষণ রকমভাবে ডুবে গেছি।
নিমজ্জিত মন
সোমে সোমত্ত এখন!
অতলান্ত_তরঙ্গে ভেসে যাচ্ছে-
শরীর আমার, কূল-প্রান্তহীন!
ওহ্ নাইয়া তুলে নাও এসো
ভাসো ভাসাও এই আমায়


সুবিস্তৃত তোমার কলেবর২


ভাসো, ভাসিয়ে এ আমায়
দুলতে থাকি স্রোতে স্রোতে!
ওহ্ ডিয়ার, এখানে খেইহীন-
আমি, সঙ্গীহীন, ভেসেই যাচ্ছি...
কূল জানি না কখন!/
ওহ্..জানেমন
ওহ্ কামী তোমারগ্লাসে আমি চুবে গেছি।


×××06.10.2018-ধুলিয়ান-08:15PM×××


।সোম=চাঁদ(Moon 🌙)।
।নাইয়া= নৌকা' পড়বেন।
।কামী=চাঁদ(Moon 🌙)।


*মাঝের লাইনে "কলেবর" কথাটি 'বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্র' অর্থে লিখেছি। তা ঠিক হলো কি না, শ্রদ্ধেয় পাঠক-পাঠিকার বিশেষ মতামত পেতে চাচ্ছি।*