- মণি জুয়েল(Moni Jewel)


আষাঢ়ে মেঘের ছাদনাতলায় হাঁটছি আর ভাবছি...
ওহ্ ডিয়ার, ঘোরা তো যেতেই পারে সাতপাকে।
বৃষ্টি ঝরে গেলেই-
কালই সবুজ হবে বসুন্ধরা, কচিলতাগুলো-
উঠবে মাচান জড়িয়ে।
সে' কাটা বাঁশেরখুঁটি আমি হতেই পারি
যদি তুমি কমচি সাজাও।


জানো, অপত্যস্নেহ আমায় বড় গিলে নেয়!
আঙুল ধরাতে মন চায়, কচিপায়ে!
একবার দেখো তো কুমড়োর লতাগুলো
ছেয়ে নেবেই ওরা একদিন!
//                        //                       //
নিজেকে দেখতে মন করে-
তোমার সোহাগীবাহুর স্নেহমোড়া উষ্ণায়
আয়না দেখতে কার না ভাললাগে!
জেনো,সবুজ নিঃসর্গ সবদিনই দর্পন সুন্দর!


স্তনদানিনী তোমার বদন'
আমি খুব সহজেই কল্পনা করতে পারি!
এমনই কতবারই না-
কবিতাকে তুমি ভেবে অপলকে দেখে গেছি...
ইয়ত্তাই নেই তার!
তেমনি এখন হাত রেখে হাতে মেঘে ঢাকা পথে
ভেসে গিয়ে মেঘের ছাদনায়, ভাবছি আর হাঁটছি...


****03.07.2017-Dhuliyan-04:00PM****