হ্যাঁ রাত এখনই ভীষণ
আধুনিক আলো জ্বলছে, তার মানে এ না যে রাত না
এখন রাতই
২০:২০ পার হয়ে গেছে
কুকুর, শেয়াল, এঁদের দখলে এখন পথ
বেশ কিছু জোনাকি-রাও জ্বলছে
কিন্তু তাতে কি!
ধাধানি আরো বেড়ে যাচ্ছে
তারচে বরং বিড়িখোর-দের গ্যাসলাইট ভালো
ওতে দৃষ্টির সম্ভাবনা আছে
ক্ষীণ! তাতে কি?
এভাবে তো অনেকে হেঁটে গেছে
আলপথ দিয়ে না, খোড়া মাটির সে পথ
বন্ধুর, উষ্ঠা খেয়ে গেছে।
পথ এমনই
যদিও এখন রাস্তা মোরোম হয়েছে, তার মানে এ না-
যে এখন এখন রাত না@মণি জুয়েল
রূপকে দুরন্ত প্রকাশ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
দারুন রূপক কাব্যের চমৎকার বুননশৈলী
কবিতাকে করেছে অনন্য-উপভোগ্য।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
রূপকে , উপমায় , হতদারিদ্রের চিত্রায়ন , এমত কাব্যে ব্যক্ত , অনন্য কাব্য ।
শুভসন্ধ্যা , হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অনন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করি।
যে এখন রাত না>যে এখন এখন রাত না
ভালো লাগার এক মনোহর প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
আপনি ভালো থাকুন সুস্থ থাকুন