- মণি জুয়েল (Moni Jewel)


আলতো করে চুষে দেওয়া হয় নি তোমার ঠোঁট,
কপালে এঁকে দেওয়া হয় নি চুম্বন
বড়-ই খালি খালি যেন!


আহ্ কতদিন তোমায় দেখি নি বলো তো?
তোমার প্রেমার্ত চোখ, তৃষ্ণার্ত বাহু
কতদিন দেখিনি, সুখে চোখ বুঁজে বিভোর হতে
কতদিন দেখি নি,তোমারতরঙ্গে হারিয়ে যেতে আমায়।


আহা সেই উত্থাল তরঙ্গ, সেই উদ্দাম প্রেম।
অথচ কতই না সুখ গোপনের।
ভাবতে পারো?


ভাবতে পারো-
অন্ত:প্রশান্তের বুকে ময়ুরপঙ্খি,
ওহ সেই উদ্দাম দোল, সেই উত্থাল তরঙ্গ?


অথচ কতই না সুখের, দুলে যাওয়া, দুই মিলে যাওয়া।
পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে সমুদ্র মেপেছে যদিও!
ডুবে না বুঁদ না হয়ে কি ডোবা হয়?
আমায় ডুবতে দাও,অন্তে মিশে যেতে দাও


আজ মৃত্যু হোক আমার
তুমি এসো,নিয়ে চলো ভাসিয়ে আমায়
কেঁপে উঠুক পৃথিবীর তীর। জলোচ্ছাসই প্রেম।


****08.06.17-Dhuliyan-06:05PM***