জেগে আছে পথ
- মণি জুয়েল Moni Jewel
এখন অনেক রাত। কেউই নেই, জেগে!
আছেই তো
পথ। জেগেই আছে!
হাঁটা যেতে পারে তারই ওই বুকে।
বাদ বিবাদ নেই তার কোনও।
পেতে রেখে, জেগে'ই আছে
চুপ দেখছি...তার ওই বুক
↓
↓
আমি দেখছি, উপরে দ্যু
↓
↓
উন্নত, নীল, নীরব ও মূক!
বাসর_পৃথিবী, ঢেকে আছে-
তার ছাদনায়। দেখো, তুমিও।
দেখো নিম্ন ছুঁয়ে তৃণ, ভিজে আছে২
গুল্ম, পথের দুপাশে!
দুলছে বাঁশ...
এখন, অনেক রাত। কেউই নেই জেগে!
×××২.১.২০-ধুলিয়ান-০৪:০০পিএম×××
#রাতের_ভাবনা
শুভেচ্ছা রইলো।
নাই প্রতিবাদ , ক্ষণিকের তরে , নীরব । ''
সুন্দর অনুভব । অফুরান শুভেচ্ছা রইলো ।
পাতায় নিমন্ত্রণ রইলো ।
উপস্থাপনায় অভিভূত হলাম।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
প্রেম প্রকৃতি চতুর্দোলায় নিত্য নতুন দোদুল দোলে।
শুভেচ্ছা অনন্ত।
শুভেচ্ছা প্রিয়কবি ।
জেগে থাকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত!
হৃদয়ের পথে-
কেউ দুঃখ; ঘৃণা; অপমান করে মাড়িয়ে গেলেও;
নীরবে জেগে থাকে পথ সেই সাথে দুঃখগুলো!