ক্ষতও বলতে পারো
- মণি জুয়েল(Moni Jewel)


আপাত কোথাও আঁধার দেখা যাচ্ছে-না
দেখছি সবই
সবকিছুই প্রকাশিত!
কিন্তু, এ সবের মানে' কখনো এ না-
যে, আলোচ্ছটা'য় আলোকিত সব।
যাইহোক রংএ রঙিন বটে এখন।
দেখলেই দেখা যায় সবুজপাতা


তৃষ্ণা'র চেয়ে জমে থাকা জল!২


জমেই আছে।ক্ষারে পরিপূর্ণ তা
আর তাতে'ই ভাসছে..ঝরে পড়া-
হলুদপাতা'গুলো! অযুত ওরা সব।
এ দৃশ্য নিশ্চয়ই অস্বীকার সম্ভব না,
সবকিছুই প্রকাশিত।
রোদ ওঠে নি,-
ফলতঃ ভিজে যাওয়া স্থান শুকোচ্ছে-না।


×××24.08.2018-ধুলিয়ান-12:24PM×××