খুলে দাও প্লিস সুগুপ্ত কুঞ্জবন
- মণি জুয়েল Moni Jewel


দাঁড়িয়েই আছি সব উন্মুক্ত করে দিয়ে
ওহ্...সুদেষ্ণা
এ অন্তঃ জুড়ে তুমি
তোমারই প্রতীক্ষায় বাহু জড়িয়ে
আমি দাঁড়িয়ে'ই আছি, সীমায়
এসো না আমি দেখি তোমায়
নুয়ে যাক না শির তবতৃষ্ণায়


আমি নেমেই যাই হাঁটু ধরে২


নেমে যাক' আমার মন-কায়
তোমার দ্বারে! সেই ঠিকানায়
খুলে দাও প্লিস..সুগুপ্ত কুঞ্জবন
প্রবেশ হোক সবসীমানা ছাড়িয়ে
বয়ে যাক স্রোতস্বিনী...
ওহ্... সুদেষ্ণা
মুখিয়েই আছি, সব উন্মুক্ত করে দিয়ে


×××08.12.2018-ধুলিয়ান-04:58PM×××


।উন্মুক্ত=ছদ্মবেশহীন, অন্যপ্রভাব মুক্তাবস্থা।
।সুদেষ্ণা=এখানে কোনো ব্যক্তি না।
।সুগুপ্ত= সুরক্ষিত/সংরক্ষিত।
।কুঞ্জবন= স্বর্গীয় উদ্যান' অর্থে।


('সে'ই ঠিকানায়' কথাটা বদলে 'সে'ই সেজদায়' করলে কেমন হবে, প্রিয় পাঠক-পাঠিকার বিশেষ মতামত পেতে চাচ্ছি।)