কিন্তু তারও আপন পথ মত ছিলো
- মণি জুয়েল(Moni Jewel)


জীবনগুলো ভিড়ের মাঝে এসে, হারিয়ে যায়।
অ সং খ্য 'শব্দ-যন্ত্রে'র শব্দে
চাপা পড়ে যায়-
শিশুর হাঁতড়ে ফেরা, ঠিকানার জিজ্ঞাসা!
নতুন' হারিয়ে যায়, পুরোতন_কেচ্ছায়
হাজার চিৎকারে
মরে যায় যত অব্যক্তরা
লাশ, একদিন তার ঠাঁই পেয়ে যায়
কাঁধে কাঁধে পায়ে পায়ে ভর দিয়ে


আ হা হা গুথলে গেছে ব্যক্তিটা২


বিরতি শুধু এইটুকু'ই, উচ্চারণের
অতঃপর.. ফের সেই এগিয়ে যায়
ভিড়ে ঢেকে যায় ব্যক্তিরা
ক্রমে অনুক্রমে,
থেমে নেই, চলছে...সে-ই, পরম্পরায়
অথচ তাদেরও পথ ছিলো, চলা ছিলো!
যা, জন্মগত তার
কিন্তু পূর্বপ্রজন্মের ঘন ভিঁড়ে
ইজম"এর ধূর্ত ছায়ায়, ব্যক্তিরা হারিয়ে যায়!


×××13.05.2018-ধুলিয়ান-09:09PM×××


(এ লেখাতে মন্তব্য বন্ধ রাখলাম। কারণ এ লেখার যা বলতে চাওয়া তা এর আগের প্রকাশ করা 'চিৎকার শ্মশান থেকে' লেখাতে বলে দিয়েছি আরো বিশেষভাবে-বিস্তারিত। এ লেখা বলতে গেলে আমার সেই লেখার নিতান্তই সহজ সরল সাদামাটা রূপ মাত্র)