কল্পনার আকাশে, কল্পনার দরিয়ায়
- মণি জুয়েল Moni Jewel
সবুজে ঢেকে আছে পাহাড় আমি দেখছি
আঁটকে গেছি
দুপাহাড়ের মধ্যখানে
ভীষণ'ই ইচ্ছে করছে, উঠে পড়ি!
আহা..ভাবো তো মুঠোয় বন্দি-
দ্যু, আর আমি ঘুরে-ই যাচ্ছি
চুঁড়া'র'ই চারপাশে, অদ্রিৃঙ্গে!
আহ...কাঁপুনি ধরে যাচ্ছে২
না এবার নিম্নে যেতেই হবে
গড়াতে গড়াতে..নিচে নামছি
সমানভূমী' পেরিয়ে, অভিসন্ধি-
এখন সুন্দরবন।দিতে হবে পাড়ি
অতল দরিয়ার পানে।
নেমে পড়েছি।
নুন ভেজা পাড়ে পৌঁছে, ভাসছি, ভাসছি...
×××২৫.১২.১৯-ধুলিয়ান-০৩:০০PM×××
#সাফল্য
।। দ্যু= আকাশ, অদ্রিৃঙ্গ= সর্বোচ্চ ।।
দুর্দান্ত! অনেকদিন পর ভারতভ্রমন করলাম প্রিয় কবিবর। শুভবড়দিনের শুভকামনা
মনোমুগ্ধকর পরিবেশনা। অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
আসমুদ্র হিমালয় পরিভ্রমণ ।ভারি সুন্দর কাব্য ।শুভেচ্ছা অবিরাম
আপনার কল্পনার কাব্যগুলি সত্যি ভাবায়- নূতন স্বাদ !
শুভ বড়দিনের শুভেচ্ছা।
ভাল থাকুন সব সময়, প্রিয়কবি।
আজকের আসরে “কল্পনার আকাশে কল্পনার দরিয়ায়” আমার ৮ম কাব্যপাঠ!
অনুভূতি : মণি জুয়েলের কবিতা মানেই ভিন্ন অবয়ে অন্যরকম স্বাদ!
আজকের কবিতাও তার ব্যতিক্রম নয়।
কবিকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন-
সুন্দর বোধ সম্পন্ন কবিতা প্রকাশের জন্য।
সদা ভালো থাকবেন এই কামনা রইলো।।
মন্ত্রমুগ্ধের মতো নিবেদন ।শুভেচ্ছা অনেক ।