- মণি জুয়েল(Moni Jewel)


সামাজিক আচরণে বিষাক্ত হয়ে যাচ্ছে মন
ভেবেছিলাম-
পয়লা বৈশাখে সব কিছু মুছে
তোমাকেই আবার নতুন করে নেবো


হয়তো একটু ধুলো উড়বে,পাতা খসে যাবে
একটু বিদ্যৎ চমকাবে ঝন'ঝন
অতঃপর বৃষ্টি


কিন্তু
যা আগুন তাতে করে
একটু যে ভিজবো তার কোনো জো নেই!


মিলনের পিপাসায় বুক ফেটে যাচ্ছে, চাই-
মিশে এক হয়ে যেতে
কিন্তু


কি আর বলি
বলো তো ডোনা, দাবানল বলো
আর আগুন প্রদাহ'ই বলো, মাটি জর্জরিত!


বড় দখলদারি শুরু হয়েছে,অগ্নির
ঝান্ডা হাতে এগিয়ে চলেছে!
ডোনা, এসো..
বৃষ্টি হউক, মাটি ভিজলেই ফসল ফলে যদি!


***14.04.17-ধুলিয়ান-১২:৪৫ দুপুর***