ননসেন্স গর্জন শুনতে শুনতে
- মণি জুয়েল(Moni Jewel)


যাচ্ছি..প্রচণ্ড রকমের বিভৎস সময়ে'র মধ্য দিয়ে।
নাহ্ আগুনে রোদ নয়
মাঝে মাঝে আকাশ ঘন করে
ঝরে পড়ছে, বৃষ্টি, কয়েক ফোঁটা করে!
সুতরাং..জ্বালা বাড়ছে বৈ কমেছে না
মুক্ত-ফোঁটা'র পতনে গুম গুম গর্জন
ছেড়ে হাওয়ায় গতর ভাসিয়ে দিয়ে
কেটে পড়ছে, অযথা...
পক্ষ বা বিপক্ষে বলা যেতে পারে


বললে বলুক গে,বলতেই থাকুন২


কিন্তু, ঝমঝমিয়ে ঝরে না-পড়লে
কিই দরকার! অযথা!
যাই হোক...ঝরে পড়া ফোঁটাগুলো
শুষে গেলো, যায়, যাবেও চির, চির
যেমন- ফলে নি' ফসল, ফলবেও না
এভাবে'ই কতবার আকাশ ছেয়ে দিয়ে..
তর্জনে-গর্জনে ভেসে গেছে।
আহ্ ভাসাবো কোথায়
হাওয়া ছাড়া!এগোচ্ছি গুমোট সময়ের মধ্য দিয়ে।


××××12.06.2018-ধুলিয়ান-01:05PM××××


(এটি পুরোপুরি প্রচলিত রাজনৈতিক বিষয়ের লেখা)