- মণি জুয়েল(Moni Jewel)


তোমার ব্রা'র হুঁক খোলা লুকিয়ে দেখতে ভাল্লাগে না
ভেজা বাঁকানো কচি বাঁশের মতোন
তোমার চিকন-সুশুভ্র জানুদেশ দেখতে ভাল্লাগে না
বৃষ্টি'ভেজা মাটির কামী গন্ধের মতোন স্নান ভেজা
তোমার শরীরের যৌনাবাহনী গন্ধও ভাল্লাগে না
চুল ঝাড়তে ঝাড়তে ছিটকে গায়ে লাগা
পিপাসা জাগিয়ে তোলা বিন্দু তৃষ্ণার্ত করে না
এখন আমাকে!
চারিদিকে আমি শুধুই দেখি, রক্ত আর রক্ত
চারিদিকে আমি দেখি কচি'দের কচি প্রতঙ্গ


সে ক্ষতের গন্ধ লেগে আছে নাকেরডগায়!


তোমার শরীরের গন্ধ' অনায়াসে ঢেকে যায়
তোমার শরীর ছিটে আসা পানি' মনে করায়
রক্তের ফোয়ারা!
তোমার চিকন-পিঠে'র সিলভার স্ক্রীনে ভাসে
শিশুগুলোর মৃৎপ্রায় কিংকর্তব্যবিমূঢ়
নিরুপায়, জীবনাতুর মুখ। মা'য়ের কোলে শিশুটি
এখন লাশ' হয়ে গেছে। টপ... টপ... ঝরে পড়ছে
বাপের কপোল বেয়ে, ভিত দুই'চোখের রক্ত স্রবণ!
রসে রসে ভিজে গেছে আভরণ সব....
না না ডোনা, কোন বৃন্তে এখনো সম্ভাবনা দেখছিনা!


×××× 02.03.2018 - ধুলিয়ান- 03:25PM ××××