ওই আলোই প্রমাণ করে ওরাই আঁধারে
হ্যাঁ নিশ্চয়ই এখন ঢের রাত আমাদের এদিকে
কিনতু
সকালের শুরু?
কেই না জানে সেও সেই পূর্ব-দিকে
মানে আমাদেরই দিকে
পূর্বদিকে
সূর্য জেগে উঠবেই
কিন্তু আমরা কখন জাগবো তা জানি না
জাগবো কি আদৌ
তবে কবে
সকলে-ই পশ্চিম দিকে-
সার্টিফিকট ধরে হাঁ...তাকিয়ে আছে
আধুনিক হতে!
এগোতে!
জ্বেলে দিয়েছে কৃত্রিম আলো, আঁধারি বাড়াচ্ছে-
ধাঁধিয়ে দিয়ে, অনুসন্ধানের দুই নয়ন@ মণি জুয়েল
রূপকে , দূরগামী সত্য কথা , বেশ ভাল লাগল কাব্য ভাব ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকবেন প্রিয়কবি ।
রূপকের আবহে অনন্য সৃজন। মুগ্ধতা রইলো সুন্দর লিখনিতে।
শুভকামনা সবসময় প্রিয় কবি।
বিবিধ ভাবনার অসাধারণ উপস্থাপনা ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সারাক্ষণ ।। শুভ কামনা অবিরত