অথচ জীবনই ভাসছে বিস্তর শূন্যতায়
- মণি জুয়েল(Moni Jewel)


ফাল্গুনের জামপাতার মতোন সোহাগের ছোঁয়া
পশলা বৃষ্টি'তে ঝরে পড়া আমের মুকুলের
মতোন তোমার শরীরের গন্ধ
শুভ্র পারাবতএর মতোন কোমস চাওয়া
আর
আলতো-ছোঁয়া'তে মিমোসা'র মতোন
নিজেকে এলিয়ে দেওয়া, আমাকেও
অকুল সমুদ্রে'র তটে, এলিয়ে দেয়!
-                  -                 -
হারাতে থাকি ধীরে ধীরে ডুবে যাই!
ভুলে যাই তোমার তরঙ্গে, আমাকেই
ঠিক যেমন- লবন কিম্বা চিনির মতোন
তারপর
আমি, ভিজতেই থাকি, সে সাথে তুমিও
জীবন মিশে যায় জীবন পেতে
আর, সে'ই জীবনের জন্যই, কতই না দ্বন্দ্ব
কতই না সংগ্রাম,কত বিন্দুই না রক্তের ক্ষরণ


×××08.03.2018-ধুলিয়ান-06:25PM×××