অতঃপর উত্তরায় শিশির সবুজ ডগায়
- মণি জুয়েল Moni Jewel


অন্ধকার! বন্ধ! রূদ্ধ' করেছে দ্বার_সর্ব।
করেছে..
তাতে কি বা হলো?
জেনো, প্রতি'টি কাজে'র সাথে
আর_একটি কাজ ঘটে যায়
তাকে বলা হয়- প্রতিক্রিয়া
শোনো...,পাচ্ছো উচ্চারণ?


             ↓↑
পূর্বে পশ্চিমে অভ্যন্তরে
             ↑↓


কেউই ঘুমিয়ে নেই এখন!
রবে, গিয়াছে সবে জাগিয়া
না...ঘুলঘুলি দিয়ে আর নয়
সবাই মিলে হাঁকছে একসাথে।
এই তো শুরু হলো
জাগছে-
নতুন লাল সূর্য, দক্ষিণপশ্চিমউত্তরপূর্ব।


×××17.Aug.2019-Dhuliyan-04:35AM×××


।উত্তরায়= 'উত্তরের বাতাসে' পড়ুন।