জীবন তো জীবন নয় -যদি না হয় বৈচিত্রময়
সুখে দুখে : শত অকু ঘুরবে জীবন চাকায়
চাওয়া পাওয়া - না পাওয়া আসবে ফিরে বারে বারে
বয়বে শত দুখ : সুখ জীবন নদীর ঢেউ জুডে
ভাসবে শত অশুভ আর শুভ জীবন ধারার লহরে


জীবন তো জীবন নয়- যদি না হয় বৈচিত্রময়
আসবে বাতাসে ভেসে শত সুনাম-নিন্দে ছন্দময়
সম্মান -অপমান আদর-ধাক্কা আসবে ফিরে বার বার
জীবন সাগরে আসবে কখনো ভাটা কখনো বা জোয়ার
মোহনা জীবন হবে থাকবে স্বাদু বারী থাকবে লবন পারাবার


জীবন তো জীবন নয়- যদি না হয় বৈচিত্রময়
থাকবে অপ্রেম আর প্রেম পাশাপাশি , থাকবে প্রেমের হৃদয়
পূর্ণ -অপূর্ণ থাকবে দুই মিলে হৃদয় ঘর ভরে
কখনো ভরবে ঘর -কখনো খালি চলবে জীবন জুডে
দেবে সুখ হাসাবে মুখ , দুখে : বুক খাবে কুরে কুরে


জীবন তো জীবন নয়- যদি না হয় বেচিত্রময়
চলো চলি আমরা -আসুক শত ব্যাথা ,দুখ : , ভয়
কালোর পরে আসবে আলো -চলবে আলো আঁধারি খেলা
সুখে দুখে : মিলে বয়ে যাবে জীবন কালের বেলা
ছাডো ভাবনা মন্দ কু -কথার , বেয়ে যাও জীবন ভেলা


জীবন তো জীবন নয়- যদি না হয় বৈচিত্রময়
চলো চলি মাডিয়ে নিন্দে-মন্দ বাজ জীবনের চাকায়
কঠোর হৃদে হাসি মুখ বরণ করো 'না-পাওয়া'র ক্লান্তি
না পাওয়ার পর ছুটে আসে 'পাওয়া' সুখ আর শান্তি
ছাডো ভয় , এগিয়ে চলি -মুছে ফেলি যত ভুল আর ভ্রান্তি