তুমি দেখেছো কি -মানুষ কেমন আছে আজ
বাঁচছে কি মরে বেঁচে আছে , অন্ন বসন সাজ
হাসছে কি শিশু , আছে কি তার বচপন
মা' কি ভালো আছে, সুখে আছে কি তার সন্তান


তুমি দেখেছো কি- 'কমলা' কেমন আছে আজ
রোজ হাটে আসে যে -বোঝায় করে অন্ন-আনাজ
পারে কি সে -বাছা'টারে কোলে তুলে অন্ন দিতে
দেখেছো কি -আছে তারা কেমন , আছে কোন হালাতে


তুমি দেখেছো কি -সমাজ বন্ধু'র ভা ঙা ঘর
আছি যার বলে , যে দেয় জীবনের জোগাড়
ভালো আছে কি তারা , ঘরের ব উ হাসে কি কাঁদে
বেঁচে থেকে মরছে রোজ , বয়ছে যে কাঁধে


তুমি দেখেছো কি - মুটে মেহেদি'র হাতের থলে
বয়ছে গতর যার , কিবা রোদ-খরা কিবা বর্ষা-জলে
সাঁঝে ফিরবার পথে থলে ভরে যায় কি কিছু ঘরে
পায় কি কচি'টা কিছু , পিতার ফিরবার আশে দাঁড়িয়ে যে দ্বারে


তুমি দেখেছো কি - মানুষ কেমন আছে আজ
মরছে কি বেঁচে আছে , কেমন আছে আজ আমাদের সমাজ