কত কাল কেটে গেলো , গেলো কত প্রহর।
জীবন ধারা বয়ে গেলো , গেলো  কত লহর।
যা গেছে চলে ফিরবেনা -ফিরবেনা আর
আসবে নতুন কত, চলবে ভাটা আর জোয়ার ।


শুধু আসা আর যাওয়া, এই দুনিয়ার খেলা ।
যা আছে আজ-মুছে যাবে সব, বসবে নতুন মেলা ।
রবে না কো কেউ , আসবে নতুন ঢেউ
মুছে দেবে বালিরেখা,নতুন সাজবে সাজাবে কেউ ।


যেতেই যদি গো হয় -চলো কিছু দিয়ে যাই
অপ্রেমে ভরা ভা ঙা চুরা ধরা এসো আজ সাজাই ।
আসবে নতুন যারা , এসে হেসে খেলুক তারা
যাওয়ার আগে প্রেমে গড়ি চলো প্রেম ভরা ধরা ।