ভুলে যাবো- ভেবেছি কতবার

তবু

পারিনি, ভুলা হলোনা আর  |

রোজ ভোর হয়, জাগে দিবাকর... অম্বর
দেখি উষসী রূপ-
মনে পড়ে তোকে, তোর রাঙা-ওষ্ঠ-অধর |

উষসী বেলায় পাখি গায় সুমধুর প্রভাতী-সুর
শুনি প্রেমের রণন-
মনে পড়ে তোকে, তোর -গান, গাওয়া, স্বর ||

যতদিন-
ভোর হবে, হবে উষসী-প্রহর
গাইবে পাখি সুরে..কলতান..

ততদিন ভুলা হবেনা আর!!

তবু

ভাবি ভুলে যাবো কেটে যাবে ভ্রম

ফুরায় সময়.....ভ্রম কাটেনা আর!!

বিকেলের বাতাস বয় খাস, সাথী সৌরভ
মনে পড়ে ফের-
উড়ছে তোর এলো-কেশ,ভাসছে আঁশ-বাস,

মাতাল বাতাস ছিড়ে ফাঁস, কামুক, বেলাজ
মনে পড়ে তোর-
সঙ্গী প্রেম প্রহর, সজোর ছেঁড়া তোর সাজ ||

যতদিন
বিকেল হবে, বয়বে মৃদু-বাতাস
ছড়াবে সৌরভ, ছিঁড়বে প্রাবরণ

ততদিন ভুলা হবেনা আর!!

তবু

ভাবি ভুল যাবো..কেটে যাবে দিন

দিবস ফুরায়..সুদিন ফিরেনা আর!!

নেমে আসে সাঁঝ, সাজে কম্রা, রম্য সাজ
দেখি যেন তুই-
হাসছিস, প্রেম আবাহন, কাম প্রেম লাজ |

নামে নিশুতী রাত ..গিলে খায় এঁধো-তমসা

ভাবি

ভাঙবে ভ্রম, ফিরবে সুদিন, জাগবে প্রাণ-ঊষা ||